অমৃতসরের দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে না রেল! রেলমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: অমৃতসরে যে ঘটনা ঘটেছে তাতে রেলের কোনও দোষ নেই। কাজেই রেল এই নিয়ে আলাদা করে কোনও তদন্ত কমিটি গড়ছে না।
এবং মৃত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও কোনও প্রশ্ন এখানে নেই। সাফ জানিয়েদিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মনোজ সিনহা। তিনি দাবি করেছেন, কোথায় ট্রেন ধীরে চালাতে হবে, কোথায় ট্রেন দ্রুত চলাতে হবে সেটা চালক খুব ভাল করে জানেন। সেখানে বিপত্তি হয়েছে সেখানে একটি বাঁক আছে, তাই ভিড় বুঝতে পারেননি চালক। সেটা বোঝা কারুর পক্ষে সম্ভবও নয়। কারণ ট্রেন সবসময় ধীরে চালানো সম্ভব নয়। গতিই ট্রেন সফরের মূল মন্ত্র। সাফ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী।
এবং মৃত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও কোনও প্রশ্ন এখানে নেই। সাফ জানিয়েদিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মনোজ সিনহা। তিনি দাবি করেছেন, কোথায় ট্রেন ধীরে চালাতে হবে, কোথায় ট্রেন দ্রুত চলাতে হবে সেটা চালক খুব ভাল করে জানেন। সেখানে বিপত্তি হয়েছে সেখানে একটি বাঁক আছে, তাই ভিড় বুঝতে পারেননি চালক। সেটা বোঝা কারুর পক্ষে সম্ভবও নয়। কারণ ট্রেন সবসময় ধীরে চালানো সম্ভব নয়। গতিই ট্রেন সফরের মূল মন্ত্র। সাফ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী।
