আজাদ হিন্দ সরকারের ৭৫ বছরে প্রথা ভেঙে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন মোদীর।
নজরবন্দি ব্যুরোঃ আজাদ হিন্দ ফৌজের সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লায় এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য,
স্বাধীনতা আন্দোলনের সময় লালকেল্লাতেই আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন সদস্য়কে
অত্যাচারিত হতে হয়েছে ব্রিটিশ শাসকদের হাতে।
আর সেই লালকেল্লাতেই এদিন ফৌজের
সরকারের ৭৫ বছর পালিত হল। ১৯৪৩ সালের ২১ অক্টোবর প্রথমবার ব্রিটিশ শাসন চলাকালীন
ভারতের আজাদ হিন্দ সরকারের ঘোষণা করেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। সেই
দিনটিকে স্মরণ করেই এদিন পালিত হয়েছে সেই সরকারের ৭৫ বছর পূর্তি।
