#মি টু-র ঝড় এবার আছড়ে পড়লো পদ্মভূষণে সন্মানিত চিত্রশিল্পীর গায়ে।
নজরবন্দি
ব্যুরোঃ কাঠগড়ায় পদ্মভূষণে সন্মানিত চিত্রশিল্পী এবং
স্থপতি যতীন দাস। যৌন হেনস্থার অভিযোগ করেছেন একটি কাগজ উত্পাদক সংস্থার সহ
প্রতিষ্ঠাতা নিশা বোরা।
টুইটারে ১৪ বছর আগের ঘটনা প্রকাশ করেছেন তিনি। তখন তাঁর
বয়স ২৮। স্টুডিওতে শ্লীলতাহানি করেন যতীন। যতীন দাস অভিযোগ উড়িয়ে বলেছেন,'অভিযোগ
যিনি করেছেন তাঁকে চিনি না। কখনও সাক্ষাত্ হয়নি।''মি টু' ঝড়ে বেসামাল নির্দেশক বিপুল শাহ। অভিযোগ করেছেন ইরানি অভিনেত্রী ইলনাজ নৌরজি। ইলনাজের অভিযোগ,অডিশনের অজুহাতে তাঁর যৌন হেনস্থা করেন বিপুল। জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। ঘনিষ্ঠ হতে চান। প্রতিরোধ করায় বিপুলের ছবি থেকে বাদ পড়েন তিনি। টানা তিন মাস মানসিক নির্যাতন সইতে হয়েছে তাঁকে। বিপুলের শয্যাসঙ্গিনী হলে 'নমস্তে ইংল্যান্ড' ছবির সুযোগ হাতছাড়া হত না। ইলনাজ বেশ বিস্তারিতেই নিজের কাহিনী জানিয়েছেন।
