Header Ads

আরও এক ঐতিহাসিক শহরের নাম বদলের জিগির তুললো বিজেপি।


নজরবন্দি ব্যুরোঃ রাজধানীর নাম বদলের তাগিদ এবার বিজেপি শাসিত হিমাচল প্রদেশে। রাজ্য সরকারের তরফে সিমলাকে শ্যামলা নামকরণ করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। দক্ষিণপন্থী হিন্দু সংগঠনগুলির তরফে ব্রিটিশ শাসনের চিহ্ন মুছতে এই নামকরণের দাবি করা হয়েছে।

জাকু মন্দিরে দশেরার এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ব্রিটিশ শাসনের আগে সিমলা শ্যামলা নামেই পরিচিত ছিল। এই নাম পরিবর্তন করতে জনগণের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।উত্তরপ্রদেশ সরকার এলাহবাদের নাম প্রয়াগরাজ করার পর থেকে সিমলার নাম পরিবর্তনের দাবি গতি পেয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিপিন পারমার বলেছেন, সিমলার নাম পরিবর্তনে খারাপ কিছু নেই। ১৮৬৪ সাল থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। সেই ব্রিটিশ শাসনের ছাপ এখনও শহরে রয়ে গিয়েছে।


বিশ্ব হিন্দু পরিষদ দীর্ঘদিন ধরেই সিমলার নাম পরিবর্তনের জন্য দাবি করে আসছে। যদিও ২০১৬ সালে তত্‍কালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাম পরিবর্তনের দাবি খারিজ করে দিয়েছিলেন। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হওয়ার কারণে তিনি এই নাম পরিবর্তনের বিরোধিতা করেছিলেন।


Theme images by lishenjun. Powered by Blogger.