পুরুলিয়ায় অজানা জ্বরের প্রকোপ, আক্রান্ত ৫০ গ্রামিবাসী।
নজরবন্দি ব্যুরোঃ ফের অজানা জ্বরের প্রকোপ পুরুলিয়ায়। জ্বরে আক্রান্ত পুরুলিয়ার জবড়ারা অঞ্চলের ডুমকাডি গ্রামের প্রায় ৫০ জন গ্রামবাসী।
গত তিন দিনে একের পর এক গ্রামবাসী আক্রান্ত হয়েছেন জ্বরে। কি কারণে এই জ্বর তা এখনো জানা যায়নি। ৩৫ জনকে ভর্তি করা হয়েছে পুরুলিয়ার হুডা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম। সেই টিম গ্রামে পৌঁছেছে ইতিমধ্যেই। গোটা গ্রামে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। জলের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। এছাড়াও মেডিক্যাল টিমের তরফে ওষুধ, জল, ফল, মশারি দেওয়া হয় গ্রামবাসীদের।
গত তিন দিনে একের পর এক গ্রামবাসী আক্রান্ত হয়েছেন জ্বরে। কি কারণে এই জ্বর তা এখনো জানা যায়নি। ৩৫ জনকে ভর্তি করা হয়েছে পুরুলিয়ার হুডা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম। সেই টিম গ্রামে পৌঁছেছে ইতিমধ্যেই। গোটা গ্রামে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। জলের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। এছাড়াও মেডিক্যাল টিমের তরফে ওষুধ, জল, ফল, মশারি দেওয়া হয় গ্রামবাসীদের।
