উৎসব শেষে হতেই অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের!
নজরবন্দি ব্যুরো: মা দুর্গার অস্ত্র হাতে মহিষাসুরমর্দিনী রূপকে সামনে রেখেই দুর্গাপুজোর পরেই রাজ্যজুড়ে অস্ত্র পুজো করল বিশ্বহিন্দুর শাখা সংগঠন বজরং দল।
হাওড়ার ফুলেশ্বর শ্রী দুর্গা সেবাশ্রম, ব্রহ্মপুর ভারতমাতার মন্দির সহ এই রাজ্যের বেশকিছু জায়গায় শুক্রবার ও শনিবার অস্ত্র পুজোর আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।
হাওড়ার ফুলেশ্বর শ্রী দুর্গা সেবাশ্রম, ব্রহ্মপুর ভারতমাতার মন্দির সহ এই রাজ্যের বেশকিছু জায়গায় শুক্রবার ও শনিবার অস্ত্র পুজোর আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।
