প্রাপ্য টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে, অভিযোগ মেয়রের।
নজরবন্দি ব্যুরো: পুজো শেষ হতেই শহরবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন মেয়র অশোক ভট্টাচার্য। নিজস্ব খাতে আয় বাড়িয়ে পুজোর মুখে ২৪ কোটি টাকার দেনা শোধ করল শিলিগুড়ি পৌরনিগম। এমনটাই দাবি। রাজ্যের তরফে প্রাপ্য অর্থ না পেলেও সামাজিক সুরক্ষা প্রকল্পে বাসিন্দাদের নানা ভাতা দেওয়ার পাশাপাশি পৌরকর্মীদের বেতন ও বোনাস সময় মতন দেওয়া হয়েছে।
অশোক-বাবু জানান, প্রাপ্য অর্থ মিলছে না অনেক দিন ধরে। তৃতীয় রাজ্য অর্থ কমিশনের টাকাও গায়ের জোরে আটকে রাখা হয়েছে। এই প্রতিবন্ধকতার মাঝেও শহরে পরিষেবা অক্ষুণ্ণ রেখেছে পৌরনিগম। নিজেদের আয় বাড়িয়ে বেতন ও বোনাস দেওয়া হয়েছে। একদিকে শহরে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। অন্যদিকে বাড়তি কর্মী নিয়োগ করে পুজোর ক'দিন শহরে জঞ্জাল সাফাইয়ের কাজ করেছে পৌরনিগম।
মেয়র বলেন, "নিজেদের অর্থে ২৪ কোটি টাকা দেনা শোধের নজির নেই। আমরা টাকা মিটিয়েছি। ঠিকাদারদের প্রাপ্য কিছুটা মেটানো হয়েছে।"
অশোক-বাবু জানান, প্রাপ্য অর্থ মিলছে না অনেক দিন ধরে। তৃতীয় রাজ্য অর্থ কমিশনের টাকাও গায়ের জোরে আটকে রাখা হয়েছে। এই প্রতিবন্ধকতার মাঝেও শহরে পরিষেবা অক্ষুণ্ণ রেখেছে পৌরনিগম। নিজেদের আয় বাড়িয়ে বেতন ও বোনাস দেওয়া হয়েছে। একদিকে শহরে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। অন্যদিকে বাড়তি কর্মী নিয়োগ করে পুজোর ক'দিন শহরে জঞ্জাল সাফাইয়ের কাজ করেছে পৌরনিগম।
মেয়র বলেন, "নিজেদের অর্থে ২৪ কোটি টাকা দেনা শোধের নজির নেই। আমরা টাকা মিটিয়েছি। ঠিকাদারদের প্রাপ্য কিছুটা মেটানো হয়েছে।"
