Header Ads

আইয়ুব বাচ্চুর শেষ যাত্রায় মানুষের ঢল। ফুলের শ্রদ্ধায় ঢাকলো কফিন।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় তিন দশক ধরে শ্রোতা ও অনুরাগীদের মন জয় করেছেন আইয়ুব বাচ্চু। শেষযাত্রার দিনে আইয়ুব বাচ্চুর মরদেহকে শ্রদ্ধায় ভরিয়ে দিলেন ঢাকা-চট্টগ্রামের মানুষ।


আজ বিকেলে জমিয়াতুল ফালাহ মসজিদে জানাজায় আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে আসা হলে তাঁকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাধারণ মানুষ, ভক্ত, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক- সব স্তরের মানুষ। ফুলে ফুলে ভরে যায় গিটার শিল্পীর কফিন। অবশেষে জানাজা শেষ করে নগরের চৈতন্য গলি কবর স্থানে মায়ের পাশে তাঁর দেহ শায়িত করা হয় কবরে।
Theme images by lishenjun. Powered by Blogger.