বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বই।
নজরবন্দি
ব্যুরোঃ ফাইনালে দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বই। প্রায় এগারো বছর পর পৃথ্বী শারা এই খেতাব জিতল।
দিল্লি টসে হেরে ফিল্ডিং নেয়। মাত্র ১৭৭ রানেই তাদের ইনিংস শেষ হয়। অধিনায়ক গৌতম গম্ভীর এই টুর্নামেন্ট ভাল রান পেলেও ফাইনালে ব্যর্থ হন। মাত্র ১ রানে ফিরে যান গম্ভীর। তাঁর ওপেনিং সঙ্গী উন্মুক্ত চাঁদও রান পাননি (১৩)। সহজ টার্গেট তবে এই রান তাড়া করতে নেমেই ধাক্কা খায় মুম্বই।তবে আদিত্য তারে ও সিদ্ধেশ লাডের জুটি মুম্বইকে সহজে জেতায়। ১০৫ রানের জুটি গড়েন তাঁরা। তারের সংগ্রহ ৭১ রান।
