নেতাজির স্বপ্ন পূরণ হয়নি : প্রধানমন্ত্রী।
নজরবন্দি ব্যুরো: আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি। আর সেই উপলক্ষ্যে আজ লালকেল্লায় পতাকা তুললেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যরা। সিঙ্গাপুরে ১৯৪৩ সালের ২১ অক্টোবর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।
আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার মাথায় উঠুক জাতীয় পতাকা। দেশের সরকারের কাছে এই আবেদন জানিয়েছিলেন চন্দ্রকুমার বোস। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র। সেই দাবি মেনে নেয় কেন্দ্রীয় সরকার।
আজ বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, "নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভারতীয় সমান সুযোগ ও সুবিধা পাবেন। তিনি একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, যে সমাজে বাসিন্দারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। তিনি ডিভাইড অ্যান্ড রুল সমূলে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু তা পূরণ হয়নি।"
আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার মাথায় উঠুক জাতীয় পতাকা। দেশের সরকারের কাছে এই আবেদন জানিয়েছিলেন চন্দ্রকুমার বোস। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র। সেই দাবি মেনে নেয় কেন্দ্রীয় সরকার।
আজ বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, "নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভারতীয় সমান সুযোগ ও সুবিধা পাবেন। তিনি একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, যে সমাজে বাসিন্দারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। তিনি ডিভাইড অ্যান্ড রুল সমূলে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু তা পূরণ হয়নি।"
