মি টু মুভমেন্টের খোঁচা! ইন্ডিয়ান আইডলের সিজন ১০ থেকে বের করা হল অনু মালিককে।
নজরবন্দি ব্যুরোঃ মি টু মুভমেন্টে নাম জড়ানোয় বিপাকে পড়লেন অনু মালিক। ইন্ডিয়ান আইডল সিজন ১০-এর বিচারক পদ খোয়ালেন সঙ্গীত পরিচালক অনু মালিক।
মি টু মুভমেন্ট শুরু হওয়ার পর একে একে নাম জড়িয়েছে বহু বিখ্যাত ব্যক্তিত্বের। সঙ্গীত পরিচালক ও গায়ক অনু মালিকের নামে এবার যৌন হেনস্থার অভিযোগ আনলেন চার জন মহিলা। শ্বেতা পন্ডিত, সোনা মহাপাত্র সহ আরও দুজন বলেন, অনু মালিক তাদের একসময় যৌন হেনস্থা করেন। এরপরেই ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বিচারক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার। ফলে আগামি এপিসোড গুলিতে বিচারকের আসনে আর দেখা যাবে না অনু মালিককে।
মি টু মুভমেন্ট শুরু হওয়ার পর একে একে নাম জড়িয়েছে বহু বিখ্যাত ব্যক্তিত্বের। সঙ্গীত পরিচালক ও গায়ক অনু মালিকের নামে এবার যৌন হেনস্থার অভিযোগ আনলেন চার জন মহিলা। শ্বেতা পন্ডিত, সোনা মহাপাত্র সহ আরও দুজন বলেন, অনু মালিক তাদের একসময় যৌন হেনস্থা করেন। এরপরেই ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বিচারক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার। ফলে আগামি এপিসোড গুলিতে বিচারকের আসনে আর দেখা যাবে না অনু মালিককে।
