ওমানে উড়লো তিরঙ্গা পতাকা! মনপ্রীত বাহিনীর কাছে গোহারা হারলো পাকিস্তান।
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। অথচ সেই ম্যাচের শুরুতেই গোল খেয়ে গেল ভারতীয় হকি দল। স্বাভাবিক ভাবেই চাপ দ্বিগুন হয়েছিল। তবে সমস্ত চাপ কাটিয়ে শেষ হাসি হেসেছিল ভারতই।
পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেও ২৫ মিনিটের মাথায় পাকিস্তানের করা গোল পরিশোধ করেন ভারতের মনপ্রীত সিং। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেশকে আরও এক গোলে এগিয়ে গেন মনদীপ সিং। শেষের গোলটি আসে দীপপ্রীত ও ললিত উপাধ্যায়ের জোড়া আক্রমণে। ম্যাচ শেষে ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমিপ্লেক্সে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হাসি হাসলো ভারত। ফলে আজ মনপ্রীত বাহিনীকে মুখোমুখি হতে হবে জাপানের।
