Header Ads

উত্তরপাড়ায় মদ খেয়ে পুজো মন্ডপ ভাঙলেন তৃণমূল কাউন্সিলর।

নজরবন্দি ব্যুরোঃ আজ দশমী। মা দূর্গার বিদায়ের আগেই পুজো মন্ডপে তান্ডব চালালেন তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী। মদ খেয়ে উত্তরপাড়ার এক পুজো মন্ডপে ঢুকে মন্ডপ ভেঙে তছনছ করার অভিযোগ উঠলো তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে।


অভিযোগ, স্থানীয় ইয়ংস্টার ক্লাবে আজ ভোরে মদ খেয়ে চড়াও হন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। দলবল নিয়ে মন্ডপ ভাঙচুর করেন৷ এরপর এলাকা থেকে চম্পট দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভযোগ দায়ের করেন৷ দাবি তোলেন, কাউন্সিলর সুমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করতেই হবে৷ এদিকে সেই সময়েই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় ওই কাউন্সিলরকে৷ ক্ষিপ্ত জনতা বেধড়ক মারধোর করে তাকে। এবিষয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, ওই কাউন্সিলর দোষী প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা হবে।
Theme images by lishenjun. Powered by Blogger.