বাদ যেতে পারেন জার্মান কোচ জোয়াকিম লো।
নজরবন্দি ব্যুরোঃ ফ্রান্সের বিরুদ্ধে ১-২ হারের পর প্রশ্ন
উঠে গেল জোয়াকিম লো-র ভবিষ্যত্ নিয়ে। শোনা যাচ্ছে, জার্মান কোচের সঙ্গে নাকি
বৈঠকে বসতে চলেছেন জার্মান ফুটবল ফেডারেশনের কর্তারা। বিশ্বজয়ী কোচের কাছে জানতে
চাওয়া হবে, জার্মান ফুটবল দলের কোথায় সমস্যা হচ্ছে?
লো-কে নতুন চুক্তিপত্র দেওয়া
হলেও তাঁকে বরখাস্ত করার কথা ভাবছে ডিএফবি। জার্মান মিডিয়ার দাবি লো-এর সঙ্গে নাকি
সিনিয়র ফুটবলারদের ঠান্ডা যুদ্ধ চলছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কয়েকজন বিদ্রোহ
করছে বিশ্বকাপজয়ী কোচের বিরুদ্ধে। যার প্রভাব পড়ছে জার্মানির পারফরম্যান্সের ওপরও।