Header Ads

'মি টু মুভমেন্ট' এবার বিদ্ধ করলো সুশান্ত সিং রাজপুতকে।

নজরবন্দি ব্যুরোঃ মি টু মুভমেন্টের মাধ্যমে একের পর এক অভিনেত্রী তথা বিভিন্ন পেশার মহিলারা তাদের যৌন হেনস্থার কথা তুলে ধরছেন। এবার অভিযোগের তির বিঁধলো অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।


কিজি ওউর ম্যানি ছবি অভিনেত্রী সঞ্জনা সাংঘি অভিযোগ এনেছেন সুশান্তের বিরুদ্ধে। তিনি বলেন, যোধপুরে ছবির শুটিং চলাকালীন তাঁর সাথে অতিরিক্ত 'ভালো ব্যবহার' করতেন সুশান্ত। তবে এরপরেই যোধপুর শুটিং এর প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সঞ্জনার সাথে নিজের কথোপকথনের স্ন্যাপশট টুইটারে শেয়ার করেন সুশান্ত। জানান, ব্যক্তিগত তথ্য পাবলিক করতে অপছন্দ করলেও এক্ষেত্রে নিরুপায় হয়েই একাজটি করলেন নিজেকে নির্দোশ প্রমাণের তাগিদে। তবে এরপর থেকেই দেখা যাচ্ছে, সুশান্তের টুইটার অ্যাকাউন্ট আনভেরিফায়েড। যদিও নায়কের দাবি, গত ৫ সেপ্টেম্বর থেকেই তাঁর অ্যাকাউন্টটি আনভেরিফায়েড।
Theme images by lishenjun. Powered by Blogger.