Header Ads

খড়গপুরে রাবন পোড়াবেন শুভেন্দু অধিকারী। নিজের গড়েই ঠাঁই মিললো না দিলীপ ঘোষের।

নজরবন্দি ব্যুরোঃ এতদিন পর্যন্ত খড়গপুরে একচ্ছত্র ক্ষমতা বিস্তার করে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার ঘুরে গেল চাকা। জনপ্রিয় অনুষ্ঠান রাবন পোড়ানোর অনুষ্ঠানে ডাক পেলেন না দিলীপ ঘোষ।


শুক্রবার খড়গপুর দশেরা কমিটির উদ্যোগে রাবন পোড়ানোর অনুষ্ঠান আয়োজিত হবে। বিগত বছর গুলিতে এই অনুষ্ঠানের ব্যাটন থাকতো দিলীপ ঘোষের হাতে। তবে এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। রাবন পোড়ানোর অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি দিলীপ বাবু। তাঁর জায়গা দখল করেছেন তৃণমূলের অন্যতম নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তীর ধনুক হাতে রাবনে আগুন দেবেন শুভেন্দু অধিকারী।

 অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেদিনীপুরের জেলাশাসক পি মোহন গান্ধী, রেলের ডিভিশনাল ম্যানেজার কে আর কে রেড্ডি, পুলিশ সুপার অলোক রাজোরিয়া প্রমুখ ব্যক্তিত্ব। এদিকে রাবন পোড়ানোর অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক না পাওয়ার ফলে শুরু হয়ে গেছে রাজনৈতিক গুঞ্জন। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরে বেশ ভালো জায়গাতেই রয়েছে বিজেপি। অথচ তার পরেও নিজের এলাকায় ব্রাত্য দিলীপ। তবে কি ক্ষমতা কমছে গেরুয়া শিবিরের? লোকসভা ভোটের আগে শুভেন্দুর উত্থান সেই সম্ভাবনাকেই জোরদার করছে, মত রাজনৈতিক মহলের।
Theme images by lishenjun. Powered by Blogger.