তনুশ্রী্র তোলা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বললেন নানা।
নজরবন্দি ব্যুরোঃ #মিটু আন্দোলনে ঘায়েল বলিউড। প্রায় প্রতিদিনই বলিউডের কেউ না
কেউ এই #মিটুর জেরে যৌন হেনস্থায় অভিযুক্ত হচ্ছেন।
অভিনেতা নানা
পাটেকরের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১০ বছর আগে তাঁর
সঙ্গে হওয়া এই ঘটনা তিনি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। এরপরই বলিউডের বেশ কিছু সংগঠন
সোচ্চার হয়েছে নানা পাটেকরের বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর
সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট সংগঠন (সিনটা) অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন।
তারা নানা পাটেকরকে
নোটিস পাঠিয়ে এহেন আচরণের বিষয়ে বিশদ জানতে চেয়েছে ।নানা পাটেকর শুক্রবার সিনটাকে তাঁর জবাবে
জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। নানা পাটেকর
এও জানান যে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।