Header Ads

শবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করায় জীবন বিপন্ন মহিলা সমাজকর্মীর।

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের রায়ের পর বুধবার সকলের জন্য খোলা হয় শবরীমালা মন্দির। কিন্তু তারপরেই শুরু হয় বিক্ষোভ। ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা।


যদিও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সকল বয়সী মহিলারাই প্রবেশ করতে পারবেন আয়াপ্পার শবরীমালা মন্দিরে৷ কিন্তু মন্দিরের প্রধান পুরোহিত হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম ভাঙা হলে মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেবেন তিনি৷ প্রবেশের চেষ্টা করা হলে প্রধান দরজায় পৌঁছনোর ৫০০ মিটার আগেই  আটকে দেওয়া হয় মহিলা সমাজকর্মী রেহানা ফতিমা এবং হায়দ্রাবাদের এক সাংবাদিক কবিতা জাক্কালকে। রেহানা জানান, তাঁর জীবন বিপন্ন। প্রসঙ্গত, তাঁর কোচির বাড়িতে কিছু দুষ্কৃতী হামলা চালায়। চড়াও হয় তার বাচ্চাদের ওপরেও।
Theme images by lishenjun. Powered by Blogger.