Header Ads

#মিটু -তে এবার অভিযুক্ত বিখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক।


নজরবন্দি ব্যুরোঃ #মিটু -তে এবার অভিযুক্ত হলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্বেতা পণ্ডিত।
শ্বেতার অভিযোগ, মহিলা সঙ্গীতশিল্পীদের সঙ্গে বরাবরই খারাপ ব্যবহার করেন অনু মালিক। এমনকি জোর করে চুমু খাবার চেষ্টা, মহিলা সঙ্গীতশিল্পীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ ব্যবহার করত অনু।ঘটনা প্রায় ১৭ বছর আগের। শ্বেতা লিখেছেন, মুম্বাইয়ের এম্প্যায়ার স্টুডিওতে তাকে ডেকে পাঠান অনু মালিকের ম্যানেজার। অনু তখন সুনিধি চৌহান ও শানের সঙ্গে ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমার একটি গ্রুপ সং রেকর্ড করছিলেন। গায়ক-গায়িকাদের গান করার একটি ছোট্ট কেবিনে আমাকে বসতে বলেন। সেখানে শ্বেতা এবং অনু মালিক ছাড়া আর কেউ ছিলেন না। সেখানেই কয়েক লাইন গাইতে বলেন।
শ্বেতার অভিযোগ, ‘আমি ভালই গান করলাম। তারপরেই উনি বললেন, এই গানটা আমি শানের সঙ্গে তোমাকে দিয়ে করাবো। কিন্তু তার আগে আমাকে চুমু দাও। তারপর তিনি হাসলেন। এখনও মনে করতে পারি, আমি ও রকম খারাপ হাসি প্রথম দেখলাম। আমার বয়স তখন মাত্র ১৫, স্কুলে পড়ি।’


Theme images by lishenjun. Powered by Blogger.