Header Ads

পুর অধিবেশনে বাম-তৃণমূল হাতাহাতি !


নজরবন্দি ব্যুরো: নিমতলা মহাশ্মশান বন্ধ থাকার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভার অধিবেশন। শ্মশান বন্ধ থাকার প্রতিবাদ জানিয়ে মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের বিবৃতি দাবি করেন বাম কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়।


এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় এই বাম কাউন্সিলর। বিক্ষোভ দেখানোর সময় দেবাশিস বাবু চেয়ারপার্সন মালা রায়ের টেবিল চাপড়ান বলে অভিযোগ। এর পরেই তৃণমূল কাউন্সিলরা ওয়েলে নেমে এসে বামেদের ও দেবাশিস বাবুর টেবিল চাপড়ানোর বিরোধিতা করতে শুরু করেন। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ।

এই বচসা ক্রমশ গড়ায় হাতাহাতিতে।  দু-তরফের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর পর বাম কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারের অধিবেশন থেকে বহিষ্কার করা হয়।

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.