Header Ads

পুজোয় ছুটি ১৫ দিন ! সুখবর দিল রাজ্য সরকার।



নজরবন্দি ব্যুরো: সামনেই পুজো। সারা রাজ্য জুড়ে এখন শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখের খবর শোনাল রাজ্য সরকার। বলা হয়েছে, এবারে পুজোয় একটানা ১৫ দিন ছুটি পেতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা।

এই সোমবারের পরের সোমবার থেকে ষষ্ঠী । সেটা ১৫ অক্টোবর পড়ছে। সেদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে পুজোয় একটানা ১১ দিন ছুটি ।

তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকছে। তারপরে ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি।
সূত্রের খবর,  কেউ যদি ১৩ তারিখ শনিবার অফিসে কাজ করেন তাহলে সেই ছুটিটা ২৬ অক্টোবর বদলে নেয়ার সুযোগ থাকছে। এর ফলে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৫ দিন টানা ছুটি পাবে রাজ্য সরকারি কর্মীরা।

Theme images by lishenjun. Powered by Blogger.