কাশ্মীরে গেরুয়া ম্যাজিক!
নজরবন্দি ব্যুরো: জম্মু ও কাশ্মীরের নির্বাচনে ইতিহাস বিজেপির। কাশ্মীর উপত্যকায় প্রথমবারের জন্য সাতটি পুরসভার পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিজেপির হাত।
সাতটি পুরসভাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির প্রার্থীরা। কেন্দ্রের বিরুদ্ধে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ করে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি স্থানীয় নির্বাচন বয়কট করেছে।
এই নির্বাচনে ৬০ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে খবর। যার বেশিরভাগই জঙ্গি হামলা অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরের মধ্যে পড়ে।