দশ হাজার ক্লাবের নতুন সদস্য বিরাট।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে বিরাট একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেললেন দশ হাজার রান। মাত্র ২০৫টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
যা বিশ্ব ক্রিকেটে আগে কেউ করে দেখাতে পারেননি।বিশাখাপত্তনমে টসে জিতে ভারত অধিনায়ক কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার রোহিত শর্মা (৪) ও শিখর ধাওয়ান (২৯) তাড়াতাড়ি ফিরে গেলে অম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি।
এই ম্যাচের আগে ২০৪টি ইনিংসে ৯৯১৯ রান করেছিলেন কোহলি। এদিন করতে হতো অন্তত ৮১ রান। তাহলেই তৈরি হতো বিশ্বরেকর্ড। এবং তা অবলীলায় করেও ফেললেন কিং কোহলি। একইসঙ্গে চতুর্থ ভারতীয় হিসাবে দশ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তাঁর আগে রয়েছেন - সচিন তেন্ডুলকর (১৮৪২৬ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১২২১ রান), রাহুল দ্রাবিড় (১০৭৬৮ রান)। এঁদের পরে দশ হাজারের ভারতীয় ক্লাবের নতুন সদস্য এখন বিরাট কোহলিও।
যা বিশ্ব ক্রিকেটে আগে কেউ করে দেখাতে পারেননি।বিশাখাপত্তনমে টসে জিতে ভারত অধিনায়ক কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার রোহিত শর্মা (৪) ও শিখর ধাওয়ান (২৯) তাড়াতাড়ি ফিরে গেলে অম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি।
এই ম্যাচের আগে ২০৪টি ইনিংসে ৯৯১৯ রান করেছিলেন কোহলি। এদিন করতে হতো অন্তত ৮১ রান। তাহলেই তৈরি হতো বিশ্বরেকর্ড। এবং তা অবলীলায় করেও ফেললেন কিং কোহলি। একইসঙ্গে চতুর্থ ভারতীয় হিসাবে দশ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তাঁর আগে রয়েছেন - সচিন তেন্ডুলকর (১৮৪২৬ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১২২১ রান), রাহুল দ্রাবিড় (১০৭৬৮ রান)। এঁদের পরে দশ হাজারের ভারতীয় ক্লাবের নতুন সদস্য এখন বিরাট কোহলিও।
