Header Ads

ভারত অধিনায়কের আবেদনে সাড়া ক্রিকেট বোর্ডের। বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের যাওয়ার অনুমতি।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটে আগে যা ঘটেনি, এবার তাই হতে চলেছে। ভারত অধিনায়ক বিরাট কোহলির আবেদনে সাড়া দিয়ে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের যাওয়ার অনুমতি দিল ক্রিকেট বোর্ড। তবে সিরিজের শুরুতেই তাঁরা যেতে পারবেন না।
ক্রিকেটাররা যাওয়ার দশদিন পর তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারেন। এবং থাকতে পারবেন বাকি সিরিজ। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড এ ব্যাপারে সিলমোহর দিল।সিওএ কর্তা বিনোদ রাই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পর সবুজ সংকেত দিলেন। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটাররা ইচ্ছে করলে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারেন। 


অধিনায়কের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নিয়মে বদল আনল বিসিসিআই। নিয়মে ক্রিকেটাররাই নন, কোচ-সাপোর্ট স্টাফরাও থাকছেন। তাঁরাও মনে করলে প্রিয়জনদের নিয়ে যেতে পারেন। বিদেশ সফরে এতদিন ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা কুড়ি দিনের বেশি থাকতে পারতেন না। এটাই ছিল বোর্ডের নিয়ম। সেই নিয়মে বদল আনতে উদ্যোগী হন ভারত অধিনায়ক। বিদেশ সফরে পুরো সময়ের জন্য স্ত্রীকে পাশে চেয়ে তিনি আবেদন জানিয়েছিলেন। বাকি ক্রিকেটাররাও অধিনায়কের দাবিকে সমর্থন জানিয়েছিলেন।

Theme images by lishenjun. Powered by Blogger.