জলসীমা লঙ্ঘন, ১৬ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেপ্তার করল পাক উপকূলরক্ষী বাহিনী।
নজরবন্দি
ব্যুরোঃ জলসীমা লঙ্ঘন করার অভিযোগে পাক উপকূলরক্ষী বাহিনীর
হাতে গ্রেপ্তার ১৬ জন ভারতীয় মত্স্যজীবী। বুধবার এই গ্রেপ্তারির খবর প্রকাশ্যে এনেছে
পাক উপকূলরক্ষী বাহিনী।
জানা গিয়েছে, আরব সাগরে মাছ ধরতে গিয়েই কোনওভাবে দেশের জলসীমা
পেরিয়ে মত্স্যজীবীদের তিনটি ট্রলার পাকিস্তানে ঢুকে পড়ে। অনুপ্রবেশের আঁচ পেয়েই অভিযানে
নেমেছিল পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনী। প্রায় সঙ্গেসঙ্গেই মাছ সমেত ট্রলার তিনটিকে
আটক করা হয়।
পরে ট্রলারে থাকা মত্স্যজীবীদের গ্রেপ্তার করেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সোমবার। তবে এদিনই পাকিস্তানের তরফে গ্রেপ্তারির প্রসঙ্গ
প্রকাশ্যে আনা হয়েছে।এদিকে গ্রেপ্তারির ঘটনায় দুশ্চিন্তার প্রহর গুনছেন মত্স্যজীবীদের
পরিবারের সদস্যরা।
