Header Ads

আতসবাজি পোড়ান রাত ৮টা থেকে ১০টার মধ্যে। দীপাবলীতে নয়া নিষেধাজ্ঞা শীর্ষ আদালতের।

নজরবন্দি ব্যুরোঃ দীপাবলী মানেই আলোর উৎসব। তবে ক্রমবর্ধমান দূষণ ও মানব স্বাস্থ্যের অবনতির দিকে খেয়াল রেখে এবার আতস বাজি পোড়ানোয় রাশ টানলো শীর্ষ আদালত।


সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দীপাবলীতে আতস বাজি পোড়ানো যাবে৷ তবে তা রাত ৮ টা থেকে ১০টার মধ্যে। সেই সঙ্গে আরও বলা হয়েছে,  অনলাইনে আতস বাজি বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। ক্রিসমাস ও নিউ ইয়ারের ক্ষেত্রেও রাত ১১.৪৫ থেকে ১২.৪৫ পর্যন্ত আতস বাজি পোড়ানো যাবে।

প্রতি বছর উৎসব উপলক্ষে আতসবাজি পোড়ানো হয় প্রচুর পরিমাণে। এর ফলে দূষনে ঢাকছে দিল্লির আকাশ, যার প্রভাব পড়ে মানব শরীরে। সেই দিকে খেয়াল রেখেই আতস বাজি পোড়ানোয় রাশ টানলো আদালত।
Theme images by lishenjun. Powered by Blogger.