Header Ads

রথ টানবেন অমিতই, শুরুর দিন বদল ।

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। পাঁচ রাজ্যে কেমন ফলাফল হবে তা নিয়ে চর্চা চলছে বিজেপির অন্দরে। এর মধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভরাডুবির আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একটা বোর অংশ।রাজস্থানে নির্বাচন আবার ৭ ডিসেম্বর। নির্বাচনী প্রচার শেষ হবে ৫ তারিখ। এদিকে, লোকসভাকে সেমিফাইনাল ধরে বাংলায় নিজেদের আধিপত্য আরও বাড়াতে চাইছে বিজেপি নেতারা।  রথযাত্রা কর্মসূচি পালন করে বার্তা দিতে চাইছে যুবসমাজকেও।
 এখনও পর্যন্ত বিজেপির এত বড় কর্মসূচি এই রাজ্যে হয় নি। তার উপর রথ টানবেন বিজেপির হেভি-ওয়েট নেতা । বাধ্য হয়েই রথযাত্রার তারিখ দু'দিন পিছিয়ে দিল বঙ্গ বিজেপি। ৫ তারিখের আগে রাজস্থান ছেড়ে আসা অমিত শাহর পক্ষে সম্ভব নয়। তাই, ৩ তারিখে রথযাত্রা শুরু হলে তারাপীঠে তিনি থাকতে পারবেন না। তাই বঙ্গ বিজেপির নেতারা সিদ্ধান্ত নেয়, দু'দিন পিছিয়ে দেওয়া হবে রথযাত্রা কর্মসূচি। ৩, ৫ ও ৭ তারিখের বদলে কর্মসূচি চলবে ৫, ৭ ও ৯ ডিসেম্বর। ৫ ডিসেম্বর তারাপীঠ, ৭ তারিখ কোচবিহার ও ৯ তারিখ গঙ্গাসাগর থেকে রথ বেরোবে। তিনটি রথেরই সূচনা করবেন অমিত শাহ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে রথযাত্রা কর্মসূচি।



Theme images by lishenjun. Powered by Blogger.