রেড রোডে আজ দুর্গাপুজো কার্নিভাল। এক নজরে দেখে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা।
নজরবন্দি ব্যুরোঃ আজ, মঙ্গলবার বেলা সাড়ে চারটে নাগাদ রেড রোডে
শুরু কার্নিভাল। এটি তৃতীয় দুর্গাপুজো কার্নিভাল। কলকাতা ও লাগোয়া শহরতলির সেরা
৭৪টি পুজো কমিটি অংশ নিচ্ছে শোভাযাত্রায়। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ও দেশ-বিদেশের প্রতিনিধিরা।
রেকর্ড সংখ্যক বিদেশি প্রতিনিধির অংশগ্রহণে জমকালো,
আড়ম্বরপূর্ণ হবে গোটা অনুষ্ঠান। রেড রোডজুড়ে হাজার তিরিশেক মানুষ প্রত্যক্ষ
করবেন সমারোহ। কার্নিভালের জন্য বেলা
১২টা থেকেই বন্ধ হচ্ছে রেড রোড সংলগ্ন একাধিক রাস্তা।সোমবার
সন্ধ্যার পরই রেড রোডকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এদিন ১২টা থেকে বন্ধ
রেড রোড লাগোয়া বেশ কিছু পথ।
বন্ধ থাকবে কুইনস ওয়ে, হসপিটাল রোড, লাভার্স লেন,
খিদিরপুর রোড, ক্যাসুরিনা এভিনিউ, আউটট্রাম রোড, মেয়ো রোড, ডারফিন রোড এবং নিউ
রোড। সেই সময় অন্য রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে। ঘুরিয়ে দেওয়া হবে বাসের রুটও।
খোলা থাকবে এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি। বেলা একটা থেকে দর্শকরা ঢুকতে
পারবেন। সাধারণ দর্শকদের জন্য ছ'টি গেট থাকছে। দর্শকরা বিদায় নেওয়ার পর রাস্তা
খুলে দেওয়া হবে।
পদস্থ কর্তা-সহ প্রায় তিন হাজার পুলিশ থাকবে রাস্তায়। ক্লোজ
সার্কিট টিভিতে করা হবে নজরদারি। ছ'টি ওয়াচ টাওয়ার থাকবে রেড রোড চত্বরে। নজর
রাখতে থাকছে ড্রোনও। লাগানো হয়েছে এলইডি স্ক্রিন।
