মি টু মুভমেন্ট নিয়ে এবার মুখ খুললেন অন্যতম সঙ্গীত ব্যক্তিত্ব এ আর রহমান।
নজরবন্দি ব্যুরোঃ মি টু মুভমেন্ট নিয়ে এই মুহূর্তে চর্চা চরমে। একের পর এক প্রখ্যাত ব্যক্তিত্বের নাম জড়াচ্ছে, উঠে আসছে যৌন হেনস্থার অভিযোগ৷ এই নিয়ে এবার মুখ খুললেন সঙ্গীতের অন্যতম পিলার এ আর রহমান।
মি টু মুভমেন্ট বিষয়ে সম্প্রতি রহমান একটি টুইট করেন। তাতে বলেন, "ইন্ডাস্ট্রিকে একেবারে স্বচ্ছ দেখতে চাই আমি। মি টু মুভমেন্টে এমন কিছু মানুষের নাম জড়িয়েছে যাতে আমি রীতিমতো স্তব্ধ। এরকম ঘটনা কাম্য নয়। মহিলাদের জন্য একটি সুস্থ, সুরক্ষিত পরিবেশ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ আমি এবং আমার গানের দল।" এর পাশাপাশি তিনি এও বলেন, মহিলাদের জাস্টিস দাবি করার এক মুক্ত প্রাঙ্গন সোশ্যাল মিডিয়া। তবে লক্ষ্য রাখা দরকার, যাতে এই ইন্টারনেট জাস্টিস সিস্টেমের অপব্যবহার না করা হয় কখনো।
মি টু মুভমেন্ট বিষয়ে সম্প্রতি রহমান একটি টুইট করেন। তাতে বলেন, "ইন্ডাস্ট্রিকে একেবারে স্বচ্ছ দেখতে চাই আমি। মি টু মুভমেন্টে এমন কিছু মানুষের নাম জড়িয়েছে যাতে আমি রীতিমতো স্তব্ধ। এরকম ঘটনা কাম্য নয়। মহিলাদের জন্য একটি সুস্থ, সুরক্ষিত পরিবেশ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ আমি এবং আমার গানের দল।" এর পাশাপাশি তিনি এও বলেন, মহিলাদের জাস্টিস দাবি করার এক মুক্ত প্রাঙ্গন সোশ্যাল মিডিয়া। তবে লক্ষ্য রাখা দরকার, যাতে এই ইন্টারনেট জাস্টিস সিস্টেমের অপব্যবহার না করা হয় কখনো।

