কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে তিতলি, তবে মেঘ কাটবে ষষ্ঠীর আগেই।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ অন্ধ্র-ওড়িশা উপকূল অঞ্চলে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ‘তিতলি’। ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে থাকে তিতলির প্রভাবে, আগে থেকেই সতর্কতা জারির কারনে ক্ষয়ক্ষতির পরিমান কম।
ভুবনেশ্বর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকঘণ্টার মধ্যে তিতলি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে। তবে ভয়ের কিছু নেই কারন ঝড়ের গতি তখন কমে যাবে, কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই বৃষ্টির স্থায়িত্ব হতে পারে বড়জোর দুদিন। তাই পুজোতে বৃষ্টির সম্ভাবনা কম।
ভুবনেশ্বর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকঘণ্টার মধ্যে তিতলি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে। তবে ভয়ের কিছু নেই কারন ঝড়ের গতি তখন কমে যাবে, কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই বৃষ্টির স্থায়িত্ব হতে পারে বড়জোর দুদিন। তাই পুজোতে বৃষ্টির সম্ভাবনা কম।