Header Ads

শিক্ষক সমস্যা সমাধান সহ একাধিক বিষয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হল SETA।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে। সমস্যা সমাধানে এবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হলেন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বুধবার রাজ্যপালের সাথে দেখা করেন SETA-র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। একাধিক বিষয়ে সমস্যার কথা উল্লেখ করে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা, স্কুল এবং মাদ্রাসা গুলিতে শূন্যপদে শিক্ষক নিয়োগ, স্কুলে নাইটগার্ড ও সুইপার পদ তৈরি করে নিয়োগ সহ একাধিক বিষয়ে দাবি জানানো হয়।


এছাড়াও পে কমিশনের সুপারিশ, ভোকেশনাল ও আংশিক সময়ের শিক্ষকদের সমস্যার দিকটিও তুলে ধরা হয় এদিন রাজ্যপালের সামনে। বিশ্বজিৎ বাবু জানিয়েছেন, সমস্ত বিষয় গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন রাজ্যপাল। বিষয় গুলি নিয়ে তিনি আরও বিস্তারিত খোঁজ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.