Header Ads

বিধান ভবন ছেড়ে আলাদা অফিস খুঁজছেন অধীর!


নজরবন্দি ব্যুরো: এবার কলকাতা শহরে নিজের আলাদা অফিস খুলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর, পুজোর পর থেকে সেই অফিসেই বসবেন তিনি।
প্রতি সপ্তাহের একটা নিদৃষ্ট দিনে অনুগামীদের সঙ্গে সেখানেই দেখা করবেন তিনি। বেকবাগান, পার্ক সার্কাস চত্বরে তাঁর অফিস খোঁজার কাজ চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, বিধান ভবনে অত জায়গা থাকতেও কেন আলাদা ঠেক খুলতে হচ্ছে কংগ্রেসের এই হেভি-ওয়েট নেতাকে!

গত ৫ অক্টোবর বিধাননগরে এক নেতার বাড়িতে ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে বৈঠক করেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর সেদিনই প্রথম  ঘনিষ্ঠ অনুগামীদের সঙ্গে তিনি বৈঠক করেন। জানা গিয়েছে, সেই বৈঠকেই চূড়ান্ত হয় আলাদা দফতর খোলার বিষয়টি। অনুগামীদের কথা ভেবে নতুন ঠিকানা খোঁজার কাজ চালাচ্ছেন অধীর বাবু। 
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.