Header Ads

স্বস্তির খবর! চতুর্থীর আগেই চালু হতে পারে মাঝেরহাট সেতুর বিকল্প!


নজরবন্দি ব্যুরো:পুজোর সময় স্বস্তির খবর পেতে চলেছেন বেহালাবাসীরা। চতুর্থীর আগেই চালু হয়ে যেতে পারে মাঝেরহাট সেতুর বিকল্প রাস্তা। দ্রুততার সঙ্গে চলছে কাজ। নজির গড়ে মাত্র কুড়ি দিনেই লেভেল ক্রসিং ও বিকল্প রাস্তা তৈরির কাজ শেষ করে ফেলেছে রেল ও পূর্তদপ্তর।


বিশেষ সূত্রের খবর, বুধবার রাতের মধ্যে চেতলা খালের উপর দু’টি বেইলি ব্রিজ বানানোর কাজ শেষ করেছেন ইঞ্জিনিয়াররা ও কর্মীরা।  দিনরাত অক্নান্ত পরিশ্রম করে সেতু দুটি বানিয়েছেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের  ১৫০ জন ইঞ্জিনিয়ার।

তবে সামান্য কিছু কাজের জন্য বৃহস্পতিবার বিকল্প রাস্তাটি খোলা সম্ভব হয়নি। ট্রাফিকের সিগন্যাল এবং আলো বসানোর কাজ চলছে দ্রুততার সাথে। তা সম্পূর্ণ হলেই শুক্রবার খুলে দেওয়া হতে পারে বিকল্প রাস্তা। রেল কর্তাদের দাবি, এত কম সময়ের মধ্যে লেভেল ক্রসিং তৈরি করার নজির নেই এই রাজ্যে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.