Header Ads

পুজোয় সরকারি অনুদান মামলা গড়াল সুপ্রিম কোর্টে।


নজরবন্দি ব্যুরোঃ পুজোয় সরকারি অনুদান মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাই কোর্ট। আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিষয়টি আইনসভা বিচার্য।
সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন সৌরভ দত্ত নামে এক এক ব্যক্তি। শুক্রবার সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বেঞ্চে। কলকাতা শহরে ছোট বড় মিলিয়ে হাজার তিনেক দুর্গাপুজো হয়।


আর জেলায় সংখ্যাটা প্রায় ২৫ হাজার।এ বছর ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অর্থাত্‍ স্রেফ দুর্গাপুজোয় অনুদান দিতেই সরকারি কোষাগার থেকে খরচ হবে ২৮ কোটি টাকা! সরকারের এই সিদ্ধান্তে প্রতিবাদে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।


lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.