Header Ads

নানা-তনুশ্রী কাণ্ডে নয়া মোড়, নানা সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর।


নজরবন্দি ব্যুরোঃ মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে নানা পাটেকার সহ আরও তিনজনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়েছে আজ।
গত সপ্তাহে নানা, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক রাকেশ সারাং এবং প্রযোজক সামি সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। পাশাপাশি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানান তিনি। উল্লেখ্য নানা পাটেকার সহ বহু জনপ্রিয় বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌন হেনস্থার। 

এমনকি অভিনেতা আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন প্রযোজন-লেখ বিনতা নন্দা। এছাড়াও কয়কেজন সাংবাদিক কৈলাশ খের, মডেল জুলফি সৈয়দ, অভিনেতা রজন কাপুর, পরিচালক বিকাশ বেহেল, লেখক চেতান ভগতের বিরুদ্ধে বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। ধীরে ধীরে মুখ খুলছেন অভিনেত্রী সহ সাধারণ মহিলাও।

Theme images by lishenjun. Powered by Blogger.