চিদাম্বরমের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত!
নজরবন্দি ব্যুরো: বিতর্ক চলছিল অনেক দিন ধরে। আর এবার আই এন এক্স মিডিয়া কেসে কার্তি চিদাম্বরমের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সম্পত্তি( দিল্লির জোড় বাগ, উটি এবং কোদাইকানালের বাঙলো, ইংল্যান্ডের বাড়ি এবং বার্সেলোনার সম্পত্তি) এবং ব্যাঙ্ক জমান সম্পত্তি মিলিয়ে ওই পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।