Header Ads

এবার বিতর্কিত মন্তব্য করে নিজের গানের অনুষ্ঠান হাতছাড়া করলেন অভিজিৎ!


নজরবন্দি ব্যুরোঃ  'মি টু' অভিযোগকে কেন্দ্র করে গায়ক অভিজিৎ-এর মন্তব্যে গোটা দেশ যখন সরগম,  অপর দিকে তখন প্রতিবাদী পদক্ষেপ নিলেন আমেরিকার ট্রাইস্টেট-এর প্রবাসী বাঙালিরা। পুজোর  আগে অভিজিৎ-এর অনুষ্ঠান বাতিল করলেন আমেরিকার প্রবাসী বাঙালিরা।
উত্তর আমেরিকা অন্যতম পুরোনো ক্লাব কল্লোল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বলে জানা যায়।
দুর্গাপুজোর মতো সামাজিক উত্‍সবে আদৌ অভিজিৎ-এর মতো মানসিকতার শিল্পীকে মঞ্চে অনুষ্ঠান করতে দেওয়া উচিত কি না, এই বিতর্কেই সারাদিন সরগরম ছিল ট্রাইস্টেট।


কল্লোল-এর কালচারাল সেক্রেটারি পিনাকী দত্ত জানালেন, এই ইস্যুতে আপোস করার কোনও প্রশ্নই ওঠে না যেখানে মহিলাদের সম্মান জড়িত। যদিও চুক্তি অনুযায়ী অভিজিতকে তাঁর পারিশ্রমিকের অধিকাংশই দেওয়া হয়ে গিয়েছিল।কিন্তু কল্লোল-এর কয়েকশো সদস্য কমিটিকে স্পষ্ট জানান, তাঁরা কল্লোলের মঞ্চে অভিজিতকে দেখতে চান না।তাই তাঁদের দাবিকে সম্মান জানিয়ে আলোচনার পর কমিটি অভিজিৎতের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়।


Theme images by lishenjun. Powered by Blogger.