এবার বিতর্কিত মন্তব্য করে নিজের গানের অনুষ্ঠান হাতছাড়া করলেন অভিজিৎ!
নজরবন্দি
ব্যুরোঃ 'মি
টু' অভিযোগকে কেন্দ্র করে গায়ক অভিজিৎ-এর
মন্তব্যে গোটা দেশ যখন সরগম, অপর দিকে তখন প্রতিবাদী পদক্ষেপ নিলেন আমেরিকার
ট্রাইস্টেট-এর প্রবাসী বাঙালিরা। পুজোর আগে অভিজিৎ-এর
অনুষ্ঠান বাতিল করলেন আমেরিকার প্রবাসী বাঙালিরা।
উত্তর আমেরিকা অন্যতম পুরোনো
ক্লাব কল্লোল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বলে জানা যায়।দুর্গাপুজোর মতো সামাজিক উত্সবে আদৌ অভিজিৎ-এর মতো মানসিকতার শিল্পীকে মঞ্চে অনুষ্ঠান করতে দেওয়া উচিত কি না, এই বিতর্কেই সারাদিন সরগরম ছিল ট্রাইস্টেট।
কল্লোল-এর কালচারাল সেক্রেটারি পিনাকী দত্ত জানালেন, এই ইস্যুতে আপোস করার কোনও প্রশ্নই ওঠে না যেখানে মহিলাদের সম্মান জড়িত। যদিও চুক্তি অনুযায়ী অভিজিতকে তাঁর পারিশ্রমিকের অধিকাংশই দেওয়া হয়ে গিয়েছিল।কিন্তু কল্লোল-এর কয়েকশো সদস্য কমিটিকে স্পষ্ট জানান, তাঁরা কল্লোলের মঞ্চে অভিজিতকে দেখতে চান না।তাই তাঁদের দাবিকে সম্মান জানিয়ে আলোচনার পর কমিটি অভিজিৎতের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়।