Header Ads

পুজোর দিন গুলি কেমন থাকবে আকাশ? জেনে নিন।


 নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তবে ঘূর্ণি ঝড় তিতলির দাপটে উৎসব মুখোর বাঙালির মনে তৈরি হয়েছিল আশঙ্খা।তবে এখন আর সে আশঙ্খা নেই, কারণ   রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেখা মিলতে পারে সূর্যের। তবে বাতাসে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



 গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপটি সরে গিয়েছে উত্তর-পূর্বে। তার ফলে আবহাওয়ায় উন্নতি হবে।ষষ্ঠী থেকেই রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলতে পারে বলে পূর্বাভাস

অর্থাৎ নতুন করে বিপত্তি না হলে ষষ্ঠী থেকে দশমী বৃষ্টির চোখরাঙানি ছাড়াই পুজোর আমেজ নিতে পারবে বাঙালি।তাহলে আর টেনশন থাকল না। বেরিয়ে পড়ুন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে ভাসতে।    


Theme images by lishenjun. Powered by Blogger.