Header Ads

এস বি আই, গ্রহকদের জন্য জারি করল এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা। জানুন কি।


নজরবন্দি ব্যুরোঃ  আপনার যদি এস বি আই-এ কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি সেই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করেছেন?
যদি কাজটি না করে থাকেন, তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা বজায় রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করুন। নাহলে আগামী ১ ডিসেম্বর থেকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিভাবে আপনি জানবেন জে মোবাইল নম্বর যুক্ত আছে কি না? দেখে নিন এক নজরে।



১) লগ অন করুন এসবিআই-এর ওয়েবসাইটে( www.onlinesbi.com) .
২) এরপর মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে .
৩) এরপর যেতে হবে পার্সোনাল ডিটেলস-এ .
৪) দিতে হবে প্রোফাইল পাসোয়ার্ড( যা লগইন পাসোয়ার্ডের থেকে ভিন্ন হবে) .
৫) পাসোয়ার্ড দেওয়ার পর, নথিভুক্ত মোবাইল নম্বর দেখা যাবে .
৬) যাঁরা এখনও মোবাইল নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত করেননি, তাঁদের নির্দিষ্ট শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।



lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.