পাকিস্তান নিয়ে কথা বলে আবার বিতর্কে প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু।
নজরবন্দি
ব্যুরোঃ পাকিস্তানি
প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া ও পাক সেনাপ্রধানকে আলিঙ্গন
করা নিয়ে বিতর্কের সূত্রপাত। এবার তাতেই নতুন মাত্রা যোগ করলেন পাঞ্জাবের কংগ্রেসি
মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে
গিয়ে সিধু বলে বসলেন, দক্ষিণ ভারত যাওয়ার থেকে পাকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা তাঁর
কাছে অনেক বেশি সুখকর। ভাষা-খাদ্যাভ্যাসের কারণেই পাকিস্তান যে তাঁর বেশি পছন্দের,
সেটা জানাতে দ্বিধা করেননি তিনি। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সিধুর
পাক-প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।
গেরুয়া দলের বক্তব্য, কংগ্রেস নেতাদের
পাক-বন্দনা নতুন কিছু নয়।
এর আগে ইমরান
খানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু।
পাক সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে আলিঙ্গন করে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন ওই
কংগ্রেসী নেতা। তবে তাঁর এহেন কাজে দেশজুড়ে দেখা দিয়েছিল বিরূপ
প্রতিক্রিয়া।