Header Ads

চীনের বিরুদ্ধে দুরন্ত ড্র ভারতের

শুভব্রত মুখার্জি: অ্যাওয়ে ম্যাচে চিনকে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে রুখে দিল কনস্ট‍্যানটাইনের ছেলেরা। গোলকিপার গুরপ্রীত সিংহ সাধুঁ করলেন অনবদ‍্য পারফরমেন্স।
বেশ কিছু নিশ্চিত গোল বাঁচান তিনি। ভারতীয় দলও বেশ কয়েকটি সুযোগ পেলে ও গোল করতে পারেননি সুনীল ছেত্রী, উদান্তা সিংহরা। চীনের মতন শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স নতুন করে আশা জাগিয়ে তুলেছে সমর্থকদের মধ্যে। ৪-২-৩-১ ছকে ম‍্যাচটি খেলেন সুনীলরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৬৩ মিনিটে দু’টি পরিবর্তন করেন স্টিফেন।

উদান্তার বদলে নিখিল পূজারী এবং নারায়ণ দাসের বদলে আনাস মাঠে নামেন। ৮৪ মিনিটে প্রণয় হালদারের বদলে নামেন বিনীত রাই চামলিং। মূহুর্মূহু আক্রমন করেও ভারতের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হয় চিন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে চিন এবং ভারত ২বার মুখোমুখি হয়েছিল। প্রথমবার নেহেরু গোল্ড কাপে ইডেন গার্ডেন্সে চিন বনাম ভারত ম‍্যাচটি অমীমাংসিত থেকেছিল ১-১ গোলে। ১৯৮২ সালে এশিয়ান গেমসে ভারত - চীন ম‍্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তারপর এই ম‍্যাচ ও থাকল অমীমাংসিত।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.