Header Ads

মমতার কুশ-পুতুল জ্বালিয়ে গ্রেপ্তার! ৩০৭ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা।

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ-পুতুল জ্বালিয়েছিলেন। আর সেই অপরাধে তাঁদের ৩০৭ ধারায় গ্রেফতার করা হয়েছে। ৩০৭ ধারা হল খুনের চেষ্টা বা অ্যাটেমট টু মাডার। চাঞ্চল্যকর এই অভিযোগটি করেছেন সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে আজ এক যৌথ সাংবাদিক সম্মেলনে  সূর্যকান্ত-বাবু বলেন, ইসলামপুরে ছাত্ররা প্রতিবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর কুশ-পুতুল পুড়িয়েছে। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে। ৩০৭ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সিপিআই(এম)-র দাবি, কুশ-পুতুল জ্বালিয়ে কোনও রাজনৈতিক কর্মী গ্রেফতার হয়েছে, এই নজির এই রাজ্যে প্রথম। সেদিক থেকে বিচার করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নতুন কিছু করে দেখাল। এর পরে রাজ্য সম্পাদক বলেন, গোটা বাংলাতেই প্রতিবাদ কর্মসূচী এবং মুখ্যমন্ত্রীর কুশ-পুতুল দাহ চলছে এখন।  
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.