Header Ads

ধৌলাগিরি পর্বতে তুষার-ধস, মৃত ৯

নজরবন্দি ব্যুরো: নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করতে গিয়ে দুর্ঘটনা। তুষার ধসে চাপা পড়ে ৯ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ৫ পর্বতারোহী ও ৪ জন শেরপা। কোনওমতে প্রাণে বেঁচেছেন বাকি অভিযাত্রীরা।

পশ্চিম নেপালের ধৌলাগিরি পর্বত অবস্থিত। উচ্চতা প্রায় ৮,১৬৭ মিটার। পাহাড়ি পথে বিপদের সম্ভাবনা পদে-পদে। পর্বতারোহী বলেন, অন্য অনেক পাহাড়ের থেকে এই পাহাড়ের উচ্চতা কম। কিন্তু, পাহাড়ের ঢালটি অত্যন্ত খাড়াই। তাই ধৌলাগিরি শৃঙ্গ আরোহণ করা সবসময় খুব কঠিন। বস্তুত, ধৌলাগিরি অভিযানে গিয়ে বহুবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্বতারোহীরা। তবে তা বলে অভিযান থেকে সরে আসেনি পর্বতারোহীরা।

এবার আবার দুর্ঘটনার ঘটল। জানা গিয়েছে, ধৌলাগিরি পর্বতমালার মাউন্ট গুরজারে অভিযান গিয়েছিল কোরিয়ার অভিযাত্রীদের একটি দল। শুক্রবার তাঁরা যখন বেসক্যাম্পে অপেক্ষা করছিলেন, তখন আচমকাই তুষার-ধস নামে। চারজন শেরপা-সহ ধসে চাপা পড়েন অভিযাত্রী দলের ৫ সদস্যরা। বাকিরা কোনওমতে প্রাণ বেঁচেছেন ।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.