Header Ads

আপনার নেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করছে না তো এসবিআই? জানুন এখনি।

নজরবন্দি ব্যুরোঃ নতুন নিয়ন জারি হচ্ছে এসবিআই-তে। গ্রাহকদের নেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করতে চলেছে ব্যাঙ্ক। আগামি ১ ডিসেম্বর থেকে এই সুবিধা বন্ধ করা হবে।

তবে সমস্ত গ্রাহকদের জন্য এই সুবিধা বন্ধ করা হবে না বলেই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ যে সব গ্রাহকরা এখনো তাদের অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর রেজিস্টার করেননি তাদের আর নেট ব্যাঙ্কিং এর সুবিধা দেওয়া হবে না আগামি ১ ডিসেম্বর থেকে।

আপনার মোবাইল নম্বর রেজিস্টার করেছেন কিনা জানতে onlinesbi.com এ আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। My Account and Profile ট্যাবে যান। সেখানে profile ট্যাবে ক্লিক করুন। তারপর personal detail/mobile এ ক্লিক করুন। নির্দিষ্ট স্থানে প্রোফাইল পাসওয়ার্ড দিলেই দেখতে পাবেন আপনার নম্বর আগেই রেজিস্টার করা আছে কিনা। না থাকলে দেরি না করে ব্যাঙ্কের শাখায় গিয়ে মোবাইল নম্বর ও মেইল আইডি রেজিস্টার করুন।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.