Header Ads

ঔপনিবেশিক উন্নাসিকতা ছেড়ে সেলুন কোচ এবার আম-আদমির জন্যেও।

নজরবন্দি ব্যুরোঃ রেলের বিলাসবহুল সেলুন কোচ। সাধারণের ধরাছোঁয়ার বাইরে। মন্ত্রী-আমলা কিংবা রেলের বড়বাবুরাই চড়তেন এতে। তবে এবার আর তা হবে না। সেলুন কোচ এবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল।


রেলমন্ত্রী পীযুষ গয়ালের কথায়, ইংরেল আমলের ঔপনিবেশিক মানসিকতা আর নেই এখন। তাই সাধারণ মানুষও টিকিট কেটে চড়তে পারবেন এই সেলুন কোচে। রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, দুটি কোচকে রেলের আধিকারিক ও মন্ত্রী আমলার জন্য রেখে বাকি কোচ গুলি খুলে দেওয়া হবে আম আদমীর জন্য।
Theme images by lishenjun. Powered by Blogger.