Header Ads

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই শবরীমালা মন্দিরে চলছে বিক্ষোভ। ঢুকতে পারলেন না মহিলা সাংবাদিক।

নজরবন্দি ব্যুরোঃ শবরীমালা মন্দিরে বিক্ষোভ অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেই চলছে লাগাতার ভক্তদের বিক্ষোভ। মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সববয়সী মহিলাদের।


সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কেরালার শবরীমালা মন্দিরে ঢুকতে পারবে সব বয়সী মহিলারা। কিন্তু মন্দির খোলার পর থেকেই বাধে গন্ডগোল। মহিলাদের ঢুকতে বাধা দেওয়া হয় মন্দিরে। আজও পুলিশের ঘেরাটোপে হায়দ্রাবাদের এক মহিলা সাংবাদিক ও কোচির এক মহিলা সমাজকর্মীকে মন্দিরে ঢোকানোর চেষ্টা করে ব্যর্থ হন আইজি শীজিৎ।

এদিকে শবরীমালা মন্দিরের পান্থালাম তান্ত্রি বলেন, মন্দিরের দীর্ঘদিনের নিয়ম ভাঙা হলে মন্দির বন্ধ করে দেবেন তিনি। একই কথা বলেন মন্দিরের প্রধান পুরোহিত কান্দারারু রাজিভারু।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.