“মি টু”-র প্রথম বলি আকবর। শুরু হল মানহানি মামলার শুনানি।
নজরবন্দি ব্যুরোঃ দিল্লির পাটিয়ালা হাউস
আদালতে শুরু এম জে আকবরের আনা মানহানির মামলার শুনানি। বৃহস্পতিবার হয় প্রথম
শুনানি। পরবর্তী শুনানি ৩১ অক্টোবর। সেদিনই বিদেশ মন্ত্রকের সদ্যপ্রাক্তন
রাষ্ট্রমন্ত্রীর বয়ান নথিভুক্ত করা হবে।
দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের
বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই প্রথম তার রেশ গড়াল
আদালতের চৌহদ্দিতে। এম জে আকবরের বিরুদ্ধে সাংবাদিক প্রিয়া রামানি অভিযোগ করেন।
তার জেরে মানহানির মামলা করেছেন আকবর।
এদিন শুনানির
গোড়ায় অভিযোগকারী আকবরের পক্ষে ৪১ পাতার মানহানির অভিযোগ এনে তাঁর আইনজীবী গীতা
লুথরা আদালতকে জানান, 'প্রিয়া রামানির টুইট এবং তার জেরে রি-টুইটের সুবাদে
অভিযোগকারীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য,
তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন। বুধবার প্রতিমন্ত্রীর
পদ থেকে ইস্তফা দেন আকবর।
এক বিবৃতির মাধ্যমে তিনি জানান, 'যেহেতু আদালতে বিচারের
প্রত্যাশায় আমি নিজস্ব উদ্যোগে আবেদন জানাতে চলেছি, সেই কারণে সরকারি পদ থেকে
পদত্যাগ করা উচিত বলে মনে করছি। নিজ উদ্যোগেই যাবতীয় মিথ্যা অভিযোগের বিরুদ্ধে
লড়ব।' মামলার পরবর্তী শুনানির দিন ৩১ অক্টোবর ধার্য হয়েছে।