Header Ads

উৎসবের ভরা মরশুমে ভরপুর অফার জিও-র! দেখলে চোখ চড়কগাছ হবেই।

নজরবন্দি ব্যুরোঃ উৎসব এখনো শেষ হয়নি। আর তার মাঝেই ফের দুর্দান্ত চমক দিল রিল্যায়েন্স জিও। এবার ১,৬৯৯ টাকায় ১ বছরের প্ল্যান চালু করা হল। সাথে ১০০ শতাংশ ক্যাশব্যাক।


নতুন প্ল্যানে ১,৬৯৯ টাকার রিচার্জ করলে প্রতিদিন ১.৫ জিবি সর্বোচ্চ ডেটা ব্যবহার করা যাবে৷ মাসে মিলবে ৫৪৭.৫ জিবি ফ্রি ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস-এর সুবিধা।

এখানেই শেষ নয়। রয়েছে আরও অফার। এবার জিও-র ১০০ টাকার ওপরে রিচার্জে মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক। ক্যাশব্যাকের কুপন জমা হবে মাই জিও অ্যাপে। এই কুপন যে কোনো রিল্যায়েন্স ডিজিটাল স্টোরে খরচ করা যাবে ৫০০০ টাকা বা তার বেশি ক্রয়ের ক্ষেত্রে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.