উমা চললেন স্বামীর ঘরে। আবার একটা বছরের অপেক্ষা।
নজরবন্দি ব্যুরোঃ আজ দশমী। বাপের বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন উমা। পুজো, পুজো, পুজো.... পুজো শেষ। বাতাসে আজ শুধুই বিষাদের শুরু।
আবার একটি বছরের অপেক্ষা। ইতিমধ্যেই দর্পণে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। দর্পণে প্রতিমা বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা বরণের পালা।উমা এখানে ঘরের মেয়ে। মেয়ে আজ
বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে চলে যাবে। আবার একটা বছরের অপেক্ষা। সবার মন খারাপ।