রাম মন্দির তৈরির দাবি আরও জোরালো করল মোহন ভাগবত।
নজরবন্দি ব্যুরোঃ রাম
মন্দির তৈরির দাবি আরও জোরালো হল আরএসএসের পক্ষ থেকে। নতুন এবং উপযুক্ত আইন তৈরি
করে রাম মন্দির তৈরি গড়া হোক বলে দাবি জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
তিনি এর
সঙ্গে এও জানান যে, গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আদালতের রায়ের ওপর
পূর্ণ আস্থা রয়েছে তাঁদের।বৃহস্পতিবার নাগপুরে বিজয়া দশমী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে
তিনি বলেন, 'রাম জন্মভূমি নিয়ে আন্দোলনের অংশীদার হিসেবে আমরা চাই রাম জন্মভূমিতে
দ্রুত মন্দির তৈরি করা হোক। দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক।
আইন তৈরি করে
হোক মন্দির।' তাঁর আরও দাবি, জাতীয় স্বার্থের কথা না ভেবে রাম মন্দিরকে নিয়ে
সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে আর স্বার্থপরের মত কাজ করা হচ্ছে। মোহন ভাগবতের মতে,
রাম মন্দির তৈরি করে আদতে দেশের ঐক্যের বার্তা দেওয়া হবে।